মাইক্রোকন্ট্রোলারের জন্য পাওয়ার সাপ্লাই তৈরি

Bangla tutorial series on Microcontroller, retreived from my previous blog d15tech.com. Dated here according to the original published date.

Posted by Shadly on January 7, 2014

যেহেতু আমাদের মাইক্রোকন্ট্রোলার ৫ ভোল্টের বেশি নিতে পারে না আবার ৫ ভোল্টের কিছু নিচে হলে আবার ঠিকমত কাজ করে না তাই মাইক্রোকন্ট্রোলারের জন্য চাই একটি সুষ্ঠ ৫ ভোল্টের পাওয়ার সাপ্লাই যা কিনা সবসময় Constant ৫ ভোল্ট পাওয়ার সাপ্লাই দিবে। আমরা নিজেরাই যদি এরকম একটি তৈরি করে নিতে পারি তবে মন্দ হয় না, কি বল? Constant ৫ ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরির জন্য প্রথমে আমাদের যা লাগবে তা হল একটি 7805 Voltage Regulator IC। এটি এর ইনপুটে আসা ভোল্টেজকে কেটে ৫ ভোল্টে নিয়ে আসে। তবে অবশ্যই ইনপুটে ৫ ভোল্টের চেয়ে বেশি হতে হবে। ৮-১৫ ভোল্টের মধ্যে হলে ভালো হয়। তোমরা চাইলে নিচের মতো করে পাওয়ার সাপ্লাইটি ডিজাইন করে নিতে পারো। ইনপুট power যেকোনো মোবাইলের পুরাতন চার্জার বা অন্য কোন Adapter থেকে নেয়া যেতে পারে।

Power Supply

5V Regulated
Power Supply

এখন মাথায় প্রশ্ন আসাটা স্বাভাবিক যে কেটে ফেলা পাওয়ারগুলো কোথায় গেলো। এতে কি শক্তির বিনাশ হয়ে শক্তির নিত্যতা সূত্র Violateহল না? না এতে শক্তির নিত্যতা সূত্র Violate হয়নি। কারণ এখানে শক্তির কোন বিনাশ হয়নি। কেটে ফেলা পাওয়ারটুকু তাপশক্তিতে রপান্তরিত হয়েছে মাত্র। অনেক সময় অতিরিক্ত তাপ হওয়ার কারণে 7805 IC টি পুড়ে যেতে পারে বা Thermal Shut-down হতে পারে। তাই 7805 IC টির সুরক্ষার জন্য IC টির গায়ে একটি হিটসিঙ্ক (Heat Sink) লাগিয়ে দিতে হবে।