যখন আউটপুটের সংখ্যা ২ বা তার বেশি দরকার হবে তখন বারবার ট্রানজিস্টর ব্যবহার না করে ট্রানজিস্টরের বিকল্প Darlington Driver IC ( ULN2003/ ULN2803 ) ব্যবহার করা সহজ। ধরি, আমি দুটি ১২ ভোল্টের মোটর মাইক্রোকন্ট্রোলার দিয়ে চালাতে চাই। তাহলে আমাদের নিচের মত করে সংযোগ দিলেই হবে।
ULN2003 Interfacing
অপেক্ষাকৃত বেশি কারেন্ট প্রবাহ দরকার হলে একে নিচের মত করে সংযোগ দেয়া যেতে পারে। Darlington Driver IC ( ULN2003/ ULN2803 ) এর ভেতরেই Back EMF প্রোটেকশনের জন্য ডায়োড দেয়া আছে। তাই এতে আলাদাভাবে বাইরে ডায়োড লাগাতে হয় না। ULN2003 এবং ULN2803 এর গঠনগত পার্থক্য হল ULN2003 এ ৭টি এবং ULN2803 এ ৮টি ইনপুট নেয়া যায়।
ULN2803 Interfacing
তাছাড়া এদের বাকিসব কার্যাবলী একই রকমের। এই IC দিয়ে মোটর ছাড়া আরও অন্যান্য ভারী জিনিস যেমন রিলে কিংবা সলিনয়েড সুইচ ও ইন্টারফেস করা সম্ভব।